‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’’ -এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ২৩ জুলাই/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ৭টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে নাটোর জেলার সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপি ফলদ বৃক্ষ মেলা/২০১৬ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপি ফলদ বৃক্ষমেলা/২০১৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম শফিক,সিংড়া পৌরসভার মাননীয় মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হেমন্ত হেনরী কুবি ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমাদের দৈনন্দিন জীবনে ফল ও বৃক্ষের অবদান এবং উপকারিতা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন । তিনি কৃষক তথা সাধারন জনগণের মাঝে এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় নার্সারী মালিকদের সুলভ মূল্যে চারা বিক্রয়ের অনুরোধ জানান । তিনি মেলা থেকে কমপক্ষে ০৩টি করে ফল,ফুল এবং ঔষধি গাছের চারা কিনে বসতবাড়ি ও প্রতিষ্ঠান সহ ফাঁকা জায়গায় রোপণ করে দেশকে সবুজ ও শস্য শ্যামল করে গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার ১৯৯৬ সালে প্রথম কৃষি বিপ্লবের সূচনা করেন। বর্তমান প্রধান মন্ত্রী বাংলাদেশকে সবুজ ও শস্য শ্যামলা হিসেবে গড়ে তোলার জন্য কৃষি গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষিতে ভর্তুকী দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছেন । তাই পূর্বেও খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য রপ্তানীর দেশ। তিনি বাড়ির আনাচে-কানাচে, ভবনের বারান্দা ও ছাদে, রাস্তার ধারে, সড়কের পাশে সবখানেই ফল গাছ রোপন করা যায় এবং অল্প পরিচর্যায়ই গাছ থেকে ফল পাওয়া যায় । তিনি উৎপাদন ও উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে যার যেখানে যতটুকু সূযোগ রয়েছে সেখানে কমপক্ষে তিনটি করে ফল,ফুল ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান ।
অনুষ্ঠানে কুড়িপাকিয়া আজিজুল আলম ফাজিল মাদ্রাসা ও চৌগ্রাম ক্ষিদ্রবাড়ীয়া গোরস্থান-এর প্রত্যেককে ১২টি করে উন্নত জাতের আমের চারা প্রদান করা হয় ।
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিংড়া, কর্তৃক পলান্ট হসপিটাল,নার্সারী,সমন্বিত খামার ব্যবস্থাপণা,নিরাপদ ফল উৎপাদন,বসতবাড়ী বাগান,ফলের পুষ্টিমান ইত্যাদি প্রযুক্তিসমূহ প্রদর্শণের ষ্টল ছাড়াও বন বিভাগ,সুমন নার্সারী, রহমানিয়া নার্সারী,রিপন নার্সারী ,সততা নার্সারী শেরকোল শিবতলা বহুমূখী নার্সারী সহ মোট ২০টি ষ্টল স্থাপণ করা হয় । প্রতিটি ষ্টলে কৃষির আধুনিক ও উন্নত প্রযুক্তি এং উন্নত জাতের চারা কলম প্রদর্শণ ও বিক্রয় করা হয় ।
সপ্তাহব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ইাউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও সদস্য, কৃষক-কৃষানী,সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি তথ্য সার্ভিস,রাজশাহীর প্রতিনিধি সহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন ।